Yakub Ali Blog Page

Yakub Ali Blog Page এ আপনাকে স্বাগতম। এখানে আপনি স্বাস্থ্য সম্পর্কিত অনেক পরামর্শ ও তথ্য জানতে পারবেন।

👉 প্রশ্ন: কি কি কারণে মহিলাদের মাসিক বন্ধ হতে পারে ?

✍️ উত্তর: অনেক কারণেই মাসিক বন্ধ হতে পারে, যেমনঃ নারীরা গর্ভধারণ করলে, নারীদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের তারতম্যের কারণে। বিবাহিত নারীরা হঠাৎ জন্মনিয়ন্ত্রক ওষুধ বন্ধ করে দিলে জন্মনিয়ন্ত্রন ঔষধ সেবন করলে বিভিন্ন ধরনের মানসিক চাপে। শরীরের রক্ত কমে গেলে অর্থাৎ এনিমিয়া হলে অনিয়মিত মাসিক হওয়ার আশঙ্কা থাকে। অনেকের ক্ষেত্রে ওজন বেড়ে গেলে এই সমস্যা হয়। জরায়ুর বিভিন্ন জটিলতার কারণে হতে পারে। সহবাসের সময় পুরুষের শরীর থেকে আসা অসুখের কারণে হতে পারে। যৌনাঙ্গের শুষ্কতা, , ঘুমের নানা রকম সমস্যা, মানসিক অস্থিরতা, বিষন্নতা, পেটে মেদ জমা, এই সব কারণ ছাড়াও আরো অন্যান্য কারণে মাসিক অনিয়মিত বা বন্ধ হতে পারে, একজন গাইনি ডাক্তারের পরামর্শে ঔষধ গ্রহণ করলে সমাধান হয়ে যাবে।

◄ যৌন শিক্ষার মূল পাতায় ফেরত যান

▲ সাধারণ চিকিৎসার মূল পাতায় যান